নিজস্ব প্রতিবেদক: কাগজ ও মুদ্রণ খাতের কোম্পানি হাক্কানী পাল্প অ্যান্ড পেপার মিলস লিমিটেডের উদ্যোক্তা পরিচালক গোলাম রাসুল মুক্তাদির, মো. গোলাম হায়দার এবং মোহাম্মদ গোলাম মোর্শেদ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, গোলাম রাসুল মুক্তাদির, মো. গোলাম হায়দার এবং মোহাম্মদ গোলাম মোর্শেদ প্রত্যেকে কোম্পানিটি মোট ১৬ লাখ ৬৬ হাজার ৬৬৬টি করে ধারণ করছে। আর এ উদ্যোক্তা পরিচালকরা প্রত্যেকেই এক লাখ করে শেয়ার বিক্রি করবেন। বর্তমান বাজারদরে (ব্লক মার্কেট) আগামী ৩০ কার্যদিবসের মধ্যে চিটাগং স্টক এক্সচেঞ্জ (সিএসই) এর মাধ্যমে উল্লিখিত পরিমাণ শেয়ার বিক্রি করবেন।
এদিকে ২০২০ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে দুই শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে হাক্কানী পাল্প। আলোচিত সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে সাত পয়সা, আর ২০২০ সালের ৩০ জুন শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ২৫ টাকা ৮২ পয়সা।
এদিকে গতকাল ডিএসইতে কোম্পানিটির শেয়ারদর অপরিবর্তিত থেকে প্রতিটি শেয়ার সর্বশেষ ৭৪ টাকায় হাতবদল হয়, যার সমাপনী দর ছিল ৭৪ টাকা। দিনজুড়ে ৩১৫টি শেয়ার মাত্র সাত বার হাতবদল হয়, যার বাজারদর ২০ হাজার টাকা। গত এক বছরে শেয়ারদর ৪৯ টাকা ৯০ পয়সা থেকে ১১৯ টাকার মধ্যে ওঠানামা করে।
কোম্পানির মোট এক কোটি ৯০ লাখ শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের ৫১ দশমিক ৫৮ শতাংশ, প্রাতিষ্ঠানিক ১০ দশমিক ৩০ শতাংশ ও বাকি ৩৮ দশমিক ১২ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে।
কোম্পানিটি ২০০১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ‘বি’ ক্যাটেগরিতে অবস্থান করছে। কোম্পানির ৫০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ১৯ কোটি টাকা। রিজার্ভের পরিমাণ ৩০ কোটি ৫১ লাখ টাকা।