শেষ হয়েছে বারাকা পতেঙ্গার বিডিং

নিজস্ব প্রতিবেদক: বুক বিল্ডিং পদ্ধতির প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজারে আসার প্রক্রিয়ায় থাকা বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেডের নিলাম শেষ হয়েছে গত বৃহস্পতিবার। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে কোম্পানিটির বিডিং গত সোমবার, ২২ ফেব্রুয়ারি বিকাল ৫টায় শুরু হয়েছিল।

সূত্র জানায়, নিলামের মাধ্যমে যোগ্য বিনিয়োগকারীদের (ঊষরমরনষব ওহাবংঃড়ৎং) কাছে তাদের জন্য নির্ধারিত কোটার শেয়ার বিক্রি করা হবে।

বিধি অনুসারে, নিলামের মাধ্যমে কোম্পানিটির কাট-অফ প্রাইস নির্ধারণ করা হবে। আর ওই কাট-অফ মূল্যের চেয়ে ১০ শতাংশ কম দামে সাধারণ বিনিয়োকারীদের কাছে শেয়ার বিক্রি করবে কোম্পানিটি।

বারাকা গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড আইপিওর মাধ্যমে পুঁজিবাজার থেকে ২২৫ কোটি টাকা সংগ্রহ করবে। এ টাকা কোম্পানিটি তার সহযোগী প্রতিষ্ঠান কর্ণফুলি ও বারাকা পাওয়ারে বিনিয়োগ করবে। একই সঙ্গে আংশিক দীর্ঘমেয়াদি ঋণ পরিশোধ ও আইপিওর জন্য ব্যয় করবে।

৩০ জুন, ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, আলোচিত বছরে বারাকা পতেঙ্গা পাওয়ারের শেয়ার প্রতি সমন্বিত আয় (ঈড়হংড়ষরফধঃবফ ঊচঝ) ছিল চার টাকা ৩৭ পয়সা। আর এককভাবে শেয়ারপ্রতি আয় (ঝড়ষড়/ঝবঢ়ধৎধঃব ঊচঝ) ছিল এক টাকা ৮৪ পয়সা।

 

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১