সাপ্তাহিক দরপতনের শীর্ষে সামিট অ্যালায়েন্স পোর্ট

নিজস্ব প্রতিবেদক: সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে দর কমার তালিকায় শীর্ষে উঠে এসেছে। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারদর কমেছে ১২ দশমিক ৫৯ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রমতে কোম্পানিটির প্রতিদিন গড়ে দুই কোটি ৭৪ লাখ ৩৫ হাজার ৪০০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে লেনদেন হয়েছে ১৩ কোটি ৭১ লাখ ৭৭ হাজার টাকার শেয়ার।

এদিকে সর্বশেষ কার্যদিবসে কোম্পানিটির শেয়ারদর এক দশমিক ১৯ শতাংশ বা ৩০ পয়সা কমে প্রতিটি সর্বশেষ ২৫ টাকায় হাতবদল হয়, যার সমাপনী দরও ছিল ২৫ টাকা। ওই দিন কোম্পানিটির এক কোটি ৭৭ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়। দিনজুড়ে সাত লাখ ছয় হাজার ১৩০টি শেয়ার মোট ৬৪২ বার হাতবদল হয়। ওইদিন শেয়ারদর সর্বনি¤œ ২৪ টাকা ৯০ পয়সা থেকে সর্বোচ্চ ২৫ টাকা ৮০ পয়সায় হাতবদল হয়। গত এক বছরে কোম্পানির শেয়ারদর ১৫ টাকা ২০ পয়সা থেকে ৩১ টাকা ২০ পয়সায় ওঠানামা করে।

‘এ’ ক্যাটেগরির কোম্পানিটি ২০০৮ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। ৩০০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ২৩২ কোটি ২০ লাখ টাকা। রিজার্ভের পরিমাণ ৫৩২ কোটি ২৭ লাখ টাকা।

কোম্পানিটির ২৩ কোটি ২২ লাখ ২২ হাজার ৬৭০টি শেয়ার রয়েছে। মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে ৫৮ দশমিক ৯৯ শতাংশ, প্রাতিষ্ঠানিক ১১ দশমিক ৬৮ শতাংশ, বিদেশি তিন দশমিক ৮৫ শতাংশ ও ২৫ দশমিক ৪৮ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে।

দর কমার তালিকায় দ্বিতীয় অবস্থানে ছিল বারাকা পাওয়ার লিমিটেড। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারদর কমেছে ১২ দশমিক শূন্য চার শতাংশ। কোম্পানিটির প্রতিদিন গড়ে দুই কোটি ১৫ লাখ এক হাজার ২০০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে লেনদেন হয়েছে ১০ কোটি ৭৫ লাখ ছয় হাজার টাকার শেয়ার।

তৃতীয় স্থানে অবস্থানে ছিল সাফকো স্পিনিং মিলস লিমিটেড। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারদর কমেছে ১১ দশমিক ৮১ শতাংশ। কোম্পানিটির প্রতিদিন গড়ে ৪৩ লাখ ৮০ হাজার ২০০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে লেনদেন হয়েছে দুই কোটি ১৯ লাখ এক হাজার টাকার শেয়ার।

সাপ্তাহিক দরপতনের শীর্ষ চতুর্থ অবস্থানে ছিল প্যাসিফিক ডেনিমস লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর কমেছে ৯ দশমিক ৫৭ শতাংশ। কোম্পানিটির প্রতিদিন গড়ে ৩৬ লাখ ৪৮ হাজার ২০০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে লেনদেন হয়েছে এক কোটি ৮২ লাখ ৪১ হাজার টাকার শেয়ার।

এরপরের অবস্থানে থাকা কাট্টালি টেক্সটাইল লিমিটেডের শেয়ারদর কমেছে ৯ দশমিক ৫২ শতাংশ। কোম্পানিটির প্রতিদিন গড়ে ৭৮ লাখ চার হাজার ২০০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে লেনদেন হয়েছে তিন কোটি ৯০ লাখ ২১ হাজার টাকার শেয়ার।

এরপরের অবস্থানে থাকা স্টাইলক্রাফট লিমিটেডের শেয়ারদর কমেছে ৯ দশমিক ৪১ শতাংশ। কোম্পানিটির প্রতিদিন গড়ে ৮৩ লাখ ২৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে লেনদেন হয়েছে চার কোটি ১৬ লাখ ১৫ হাজার টাকার শেয়ার।

 

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১