নিজস্ব প্রতিবেদক: সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ড ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে দর কমার তালিকায় শীর্ষে উঠে এসেছে। আলোচিত সময়ে ফান্ডটির ইউনিটদর কমেছে ১৬ দশমিক ৩৫ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রমতে, ফান্ডটির প্রতিদিন গড়ে এক কোটি ৩৫ লাখ ৬০ হাজার ৬০০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে লেনদেন হয়েছে ৬ কোটি ৭৮ লাখ তিন হাজার টাকার শেয়ার।
দর কমার তালিকায় দ্বিতীয় অবস্থানে ছিল প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারদর কমেছে ১৩ দশমিক ৭৯ শতাংশ। কোম্পানিটির প্রতিদিন গড়ে ২ কোটি ২৫ লাখ ৬৮ হাজার ৮০০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে লেনদেন হয়েছে ১১ কোটি ২৮ লাখ ৪৪ হাজার টাকার শেয়ার।
তৃতীয় স্থানে অবস্থানে ছিল এমআই সিমেন্ট ফ্যাক্টরি লিমিটেড। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারদর কমেছে ১২ দশমিক ৭৬ শতাংশ। কোম্পানিটির প্রতিদিন গড়ে ১৪ লাখ ৮০ হাজার ২০০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে লেনদেন হয়েছে ৭৪ লাখ এক হাজার টাকার শেয়ার।
সাপ্তাহিক দরপতনের শীর্ষ চতুর্থ অবস্থানে ছিল জিএসপি ফাইন্যান্স কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারদর কমেছে ১১ দশমিক ৮৬ শতাংশ। কোম্পানিটির প্রতিদিন গড়ে ২ কোটি ৩ লাখ ৪৩ হাজার ২০০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে লেনদেন হয়েছে ১০ কোটি ১৭ লাখ ১৬ হাজার টাকার শেয়ার।
এরপরের অবস্থানে ছিল সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারদর কমেছে ১১ দশমিক ৮১ শতাংশ। কোম্পানিটির প্রতিদিন গড়ে ৫১ লাখ ৫৪ হাজার ৬০০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে লেনদেন হয়েছে ২ কোটি ৫৭ লাখ ৭৩ হাজার টাকার শেয়ার।
ষষ্ঠ অবস্থানে ছিল জেনারেশন নেক্সট ফ্যাশনস লিমিটেড। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারদর কমেছে ১১ দশমিক ৪৩ শতাংশ। কোম্পানিটির প্রতিদিন গড়ে ২২ লাখ ১৭ হাজার ৬০০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে লেনদেন হয়েছে এক কোটি ১০ লাখ ৮৫ হাজার টাকার শেয়ার।
সপ্তম অবস্থানে ছিল সিটি ব্যাংক লিমিটেড। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারদর কমেছে ১০ দশমিক ৮৯ শতাংশ। কোম্পানিটির প্রতিদিন গড়ে ৮ কোটি ৫৫ লাখ ৯৯ হাজার ২০০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে লেনদেন হয়েছে ৪২ কোটি ৭৯ লাখ ৯৩ হাজার টাকার শেয়ার।
অষ্টম অবস্থানে ছিল ফার্স্ট ফাইন্যান্স লিমিটেড। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারদর কমেছে ১০ দশমিক ৭৭ শতাংশ। নবম অবস্থানে ছিল ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারদর কমেছে ১০ দশমিক ৭১ শতাংশ। তালিকার সর্বশেষ অবস্থানে ছিল লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারদর কমেছে ১০ দশমিক ৩৭ শতাংশ। কোম্পানিটির প্রতিদিন গড়ে ৩৯ কোটি ৯০ লাখ ৮৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে লেনদেন হয়েছে ১৯৯ কোটি ৫৪ লাখ ৪০ হাজার টাকার শেয়ার।