Print Date & Time : 2 July 2025 Wednesday 9:19 am

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি

নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সদ্য শেষ হওয়া সপ্তাহে লেনদেনের শীর্ষে নাম নাম লিখিয়েছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড। কোম্পানিটির ৭০১ কোটি ২৬ লাখ টাকার শেয়ার হাতবদল হয়, যা ডিএসইর মোট লেনদেনের ১৭ দশমিক ১৬ শতাংশ।

ডিএসইতে গত সপ্তাহে মোট চার হাজার ৮৬ কোটি ১২ লাখ টাকার বেশি অঙ্কের শেয়ার লেনদেন হয়। এটি আগের সপ্তাহের তুলনায় আট দশমিক ৮৯ শতাংশ বেশি।

এর মধ্যে টাকার পরিমাণে শেয়ার হাতবদল হওয়ার শীর্ষে থাকা ১০টি কোম্পানিই ডিএসইর মোট লেনদেনের ৫৬ দশমিক ৬৪ শতাংশ অবদান রাখে। গত সপ্তাহে ডিএসইতে লেনদেন হয় ৩৬৭টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের। এ হিসাবে ৩৫৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড লেনদেনের অবশিষ্টাংশের।

তালিকাভুক্ত বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানিটি ‘বি’ ক্যাটেগরির তালিকায় রয়েছে ডিএসইর। কোম্পানিটিতে এ সপ্তাহেও লেনদেনের পরিমাণ বেশি হয়েছে। যদিও তা আগের সপ্তাহের চেয়ে তিন শতাংশ কম।

সপ্তাহ শেষে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দ্বিতীয় অবস্থানে দেখা গেছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি লিমিটেডকে। কোম্পানিটির মোট ৫০০ কোটি ৯৬ লাখ টাকা মূল্যের শেয়ার লেনদেন হয়, যা ডিএসইর মোট লেনদেনের ১২ দশমিক ২৬ শতাংশ।

এছাড়া রবি আজিয়াটার ২৬৪ কোটি ৩৬ লাখ টাকা, বেক্সিমকা ফার্মাসিউটিক্যালসের ২২৪ কোটি ৯০ লাখ টাকা, লংকাবাংলা ফাইন্যান্সের ১৯৯ কোটি ৫৪ লাখ টাকা, এসকোয়ার ফার্মাসিউটিক্যালসের ৯৮ কোটি ৪৪ লাখ টাকা, সামিট পাওয়ারের ৯৪ কোটি ৪৭ লাখ টাকা, মির আকতার হোসেনের ৮৯ কোটি ২৭ লাখ টাকা, এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের ৭২ কোটি ৮১ লাখ টাকা ও লাফার্জহোলসিম বাংলাদেশের ৬৮ কোটি ৫০ লাখ টাকার বেশি মূল্যের শেয়ার লেনদেন হয়।