Print Date & Time : 2 July 2025 Wednesday 5:17 am

সাপ্তাহিক লেনদেনের সাড়ে পাঁচ শতাংশ বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে লেনদেনের শীর্ষে উঠে আসে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড। সপ্তাহজুড়ে ‘এ’ ক্যাটেগরির কোম্পানিটির এক কোটি ২১ লাখ ২১ হাজার ৫৮৭টি শেয়ার ১৭৩ কোটি পাঁচ লাখ ৯৮ হাজার টাকায় লেনদেন হয়, যা মোট লেনদেনের পাঁচ দশমিক ৫০ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটির দর চার দশমিক ৫৪ শতাংশ কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে সর্বশেষ কার্যদিবসে কোম্পানিটির শেয়ারদর চার দশমিক ৬৭ শতাংশ বা ছয় টাকা ৯০ পয়সা কমে প্রতিটি সর্বশেষ ১৪০ টাকা ৮০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দর ছিল ১৪০ টাকা ৮০ পয়সা। দিনভর শেয়ারদর সর্বনি¤œ ১৩৭ টাকা থেকে সর্বোচ্চ ১৪২ টাকা ১০ পয়সায় হাতবদল হয়। দিনজুড়ে কোম্পানিটির ৪১ লাখ ৫৪ হাজার ৪৬৬টি শেয়ার মোট পাঁচ হাজার ৫২৫ বার হাতবদল হয়। যার বাজারদর ৫৭ কোটি ৯০ লাখ টাকা। গত এক বছরে কোম্পানির শেয়ারদর ৫২ টাকা ১০ পয়সা থেকে ১৫১ টাকা ৪০ পয়সায় ওঠানামা করে।

কোম্পানিটি ১৯৮৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ‘এ’ ক্যাটেগরিতে লেনদেন হচ্ছে। এক হাজার ৫০০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ৪০৫ কোটি ৫৫ লাখ ৬০ হাজার টাকা। রিজার্ভের পরিমাণ দুই হাজার ২৬ কোটি ৫১ লাখ টাকা।

২০২০ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানিটি ১৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে আট টাকা ৬৭ পয়সা এবং শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৮০ টাকা ১২ পয়সা। ওই সময় নগদ অর্থপ্রবাহ হয়েছে ১৩ টাকা ৬৭ পয়সা। ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের অনুমোদনের জন্য আগামী ১৯ ডিসেম্বর বেলা সাড়ে ১০টায় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজন করা হয়েছে।

তালিকায় দ্বিতীয় স্থানে ছিল নিটল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির এক কোটি ২৫ লাখ ৬৩ হাজার ২২৩টি শেয়ার ৮২ কোটি ৯৩ লাখ ৯৯ হাজার টাকায় লেনদেন হয়, যা মোট লেনদেনের দুই দশমিক ৬৩ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ২২ দশমিক ৯০ শতাংশ বেড়েছে।

এরপরের অবস্থানে ছিল বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির তিন কোটি ৩১ লাখ ৯৩ হাজার ৯৭১টি শেয়ার ৭৮ কোটি তিন লাখ পাঁচ হাজার টাকায় লেনদেন হয়, যা মোট লেনদেনের দুই দশমিক ৪৮ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটির দর পাঁচ দশমিক ১৭ শতাংশ বেড়েছে।