শেয়ার বিজ ডেস্ক: মার্কিন থিয়েটার চেইন ল্যান্ডমার্ক থিয়েটার্সকে কিনতে চাচ্ছে ই-কমার্স জায়ান্ট আমাজন। এর মাধ্যমে সিনেমা হল বা মুভি থিয়েটার ব্যবসায় নামতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। সংশ্লিষ্ট একটি সূত্র বিষয়টি জানিয়েছেন। খবর ব্ল–মবার্গ।
চেইন মুভি ব্যবসায় ল্যান্ডমার্ক থিয়েটার্স এখন বিনিয়োগ ব্যাংক স্টিফেনসের সঙ্গে কাজ করছে। আগ্রহী বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা চালাচ্ছে প্রতিষ্ঠানটি। আমাজন আগ্রহ দেখালেও এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তাই এ আলোচনা থেকে চুক্তি নাও হতে পারে বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে। তবে প্রতিবেদনে এ খবর নিয়ে আমাজন কোনো মন্তব্য করতে অস্বীকৃতি প্রকাশ করেছে।
এদিকে ল্যান্ডমার্ক থিয়েটার্সে আমজন বিনিয়োগ করছে এমন খবরে অন্যান্য চেইন মুভি ব্যবসায় প্রতিষ্ঠানগুলোর শেয়ারকে চাপে ফেলে দিয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। গত বৃহস্পতিবার বাজারের লেনদেন শুরু পরপর কিছু সময়ের জন্য এ খাতের এএমসি এন্টারটেইনমেন্ট ও সিনেমার্কসের শেয়ারমূল্য পড়ে যায়।
বিশ্বের ২৭টি বাজারে ২৫২টি স্ক্রিনসহ মোট ৫২টি থিয়েটার রয়েছে ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত হওয়া ল্যান্ডমার্ক থিয়েটার্সের। প্রতিষ্ঠানটির সহ-প্রতিষ্ঠাতা হচ্ছে টড ওয়াগনার ও মার্ক কিউবান।

Print Date & Time : 28 June 2025 Saturday 8:09 pm
সিনেমা ব্যবসায় নামতে যাচ্ছে আমাজন
পত্রিকা ♦ প্রকাশ: