নিজস্ব প্রতিবেদক: চলতি সপ্তাহে টানা তিন কার্যদিবস সূচক ও লেনদেন কমেছে। আজ বুধবার সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেন শুরু হয় ইতিবাচক প্রবণতায়। তবে আধঘণ্টা পরই বাজারের গতি কিছুটা নিম্নমুখী হতে থাকে। ফলে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকে মিশ্র প্রবণতা দেখা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, লেনদেনের প্রথম ৩০ মিনিটে ডিএসইতে ডিএসইএক্স ও ডিএসইএস সূচক নেতিবাচক অবস্থানে রয়েছে। আর ডিএস৩০ সূচকের এক পয়েন্ট উত্থান হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ডিএসইতে মোট ২৫৯ কোম্পানির লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ারদর বেড়েছে ৬১টির, কমেছে ৯৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৯৯ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের দর। ৩০ মিনিটে ডিএসইতে প্রায় ১১৪ কোটি টাকার লেনদেন হয়েছে।