শোবিজ ডেস্ক: বলিউডের ‘দাবাং গার্ল’-খ্যাত অভিনেত্রী সোনাক্ষী সিনহা অভিনীত ‘হ্যাপি ফির ভাগ যায়েগি’ মুক্তির অপেক্ষায় রয়েছে। এরই মধ্যে সিনেমাটির ট্রেলার প্রকাশ পেয়েছে।
এ সিনেমায় তার বিপরীতে রয়েছেন অভিনেতা জিমি শেরগিল। ছবিটি এরই মধ্যে আলোচনায় রয়েছে। মুক্তির আগেই প্রকাশ হয়েছে ‘হ্যাপি ফির ভাগ যায়েগি’র ট্রেলার। এখানে দেখা গেছে নতুন লুকের এক সোনাক্ষীকে। আভাস মিলেছে গল্পে দেখা যাবে, অপহরণ হয়েছেন সোনাক্ষী সিনহা। এদিকে তাকে অপহরণের সময় ভেঙে যায় জিমি শেরগিলের বিয়েও। তবে অপহরণকারীদের চোখে ধুলো দিয়ে সোনাক্ষী সেখান থেকে পালিয়ে যান। কিন্তু তখন ঘটে আরেক ঘটনা। সোনাক্ষী পালিয়ে যাওয়ার পরপরই জিমিকে অপহরণ করে অপহরণকারীরা।
ট্রেইলারের একেবারে শেষ দিকে ডায়ানা পেন্টি ও আলি জাফরকে দেখা গেছে। তবে ডায়ানা ও আলি জাফর আদতে কোনো চরিত্রে অভিনয় করছেন, সে বিষয়ে স্পষ্টভাবে কিছু জানা যায়নি ট্রেলার থেকে।
সোনাক্ষীর ‘হ্যাপি ফির ভাগ যায়েগি’র ট্রেলার প্রকাশ
