প্রতিনিধি, সাভার : সাভারের আমিনবাজার এলাকায় যৌতুকের দাবিতে রেখা বেগম (২২) নামে এক গৃহবধূকে আগুনে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগে তার স্বামী ও শ্বশুরের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে সাভার মডেল থানায় এ মামলাটি করেন ভুক্তভোগীর দুলাভাই নুরুজ্জামান। এর আগে গতকাল সোমবার দুপুরে আমিনবাজারের বেগুনবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযুক্তরা হলেনÑভুক্তভোগী গৃহবধূর স্বামী কাউসার আহমেদ (৩০) ও শ্বশুর বাদশা মিয়া। অভিযুক্তরা যশোরের কোতোয়ালি থানার পুরাতন কসবা কাজিপাড়া এলাকার বাসিন্দা। কর্মসূত্রে তারা সাভারের আমিনবাজার এলাকায় বাস করেন।