হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু

প্রতিনিধি, হিলি (দিনাজপুর): দিনাজপুরের হিলি স্থলবন্দর একদিন বন্ধ থাকার পর আমদানি-রপ্তানি কার্যক্রম শুর হয়েছে। খ্রিষ্ট ধর্মাবলম্বীদের বড়দিন উপলক্ষে একদিন বন্ধ থাকার পর গতকাল বৃহস্পতিবার সকাল থেকে বন্দরের সব ধরনের কার্যক্রম শুরু হয়।

হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবদুর রহমান লিটন জানান, খ্রিষ্ট ধর্মাবলম্বীদের বড়দিন উপলক্ষে বুধবার বন্দরের সব কার্যক্রম বন্ধ ছিল। একদিন বন্ধের পর গতকাল সকাল থেকে স্থলবন্দরে যথারীতি সব ধরনের আমদানি-রপ্তানির কার্যক্রম শুর হয়েছে। বন্দরে ভারতীয় ট্রাক আনলোডসহ দেশি ট্রাকগুলো লোড হয়ে দেশের বিভিন্ন স্থানে ছেড়ে যাওয়া শুর করেছে বলেও জানান তিনি।

 

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১