নিজস্ব প্রতিবেদক
পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি (বিএটিবিসি) লিমিটেড ১৯২ কোটি ৫০ লাখ টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।
গতকাল বুধবার কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় বিষয়টি অনুমোদন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটি বাংলাদেশ থেকে সিগারেট রপ্তানি বাড়াতে চায়। এ কারণে বিএটিবিসির সাভার কারখানায় উত্পাদন বাড়াতে বিনিয়োগের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিএটিবিসি উত্পাদন বাড়াতে নিজস্ব অর্থায়ন থেকেই এ অঙ্কের বিনিয়োগ করবে বলে সূত্রে জানা গেছে।