ক্রীড়া প্রতিবেদক: গুঞ্জন ছিল অনেকদিন ধরেই, বেশ কয়েকজন ক্রিকেটার টেস্ট খেলতে চান না। গত পরশু সেটা পরিষ্কার হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের কথায়। তিনি সংবাদমাধ্যমকে সরাসরিই বলেছেন সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমানসহ আরও কয়েকজন ক্রিকেটারের টেস্ট খেলার ব্যাপারে আগ্রহ নেই। এমনটা জানার পরই মর্মাহত হয়েছেন সাবেক তারকা ক্রিকেটার ও বর্তমান বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান।
গতকাল বিসিবি কার্যালয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আকরাম বলেন, ‘শুনে তো আমার খুবই খারাপ লাগছে। কিন্তু এরকম হওয়া উচিত নয়।’
তিন ফরম্যাটেই বাংলাদেশের অপরিহার্য ক্রিকেটার সাকিব। যে কারণে তাকে বেশি দায়িত্ব নিয়ে খেলা উচিত বলে করেন আকরাম। এ নিয়ে তিনি বলেন, ‘সে (সাকিব) আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড়। আমাদের ক্রিকেট যে অবস্থায় আছে, তাতে আমি মনে করি তিন ফরম্যাটেই আমাদের জন্য গুরুত্বপূর্ণ সাকিব। সেরা টিম করতে যে যে খেলোয়াড়কে দরকার, তাদের আমরা খেলাব।’
সাকিব যে টেস্ট খেলতে খুব একটা ভালোবাসেন না, তা টের পাওয়া গিয়েছিল গত বছরের সেপ্টেম্বরে। সাউথ আফ্রিকা সফরে টেস্ট সিরিজ থেকে নাম প্রত্যাহার করে নেন এই অলরাউন্ডার। তারপরও মুশফিকুর রহিমকে সরিয়ে তাকে দেওয়া হয় সাদা পোশাকে অধিনায়কের দায়িত্ব। প্রথম সিরিজেই তার দল হতাশায় ডোবায়। ওয়েস্ট ইন্ডিজের কাছে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়।
কেন টেস্টে বাংলাদেশের ভঙ্গুর অবস্থা? এ ব্যাপারে শুক্রবার বিসিবি বস নাজমুল হাসান পাপন বলেছিলেন, ‘আমাদের দেশে বেশকিছু সিনিয়র ক্রিকেটার আছে, তারা টেস্ট খেলতে চাচ্ছে না। চাচ্ছে না বলতে যেমন সাকিব টেস্ট খেলতে চায় না। মোস্তাফিজও টেস্ট খেলতে চায় না। বলে না যে খেলব না; কিন্তু চায় এড়িয়ে যেতে। তাদের কাছে টেস্ট অনেক কঠিন।’
সাকিব ইস্যুতে মর্মাহত আকরাম
