আর্জেন্টাইন ফুটবল খেলোয়াড় লিওনেল আন্দ্রেস লিও মেসির আজ ৩২তম জন্মদিন। তিনি ১৯৮৭ সালে আর্জেন্টিনার রোজারিওতে জন্মগ্রহণ করেন। পাঁচ বছর বয়সে মেসি স্থানীয় ক্লাব গ্রান্দোলির হয়ে ফুটবল খেলা শুরু করেন। কিন্তু মাত্র ১১ বছর বয়সে তার গ্রোথ হরমোনের সমস্যা ধরা পড়ে। ওই সময় বার্সেলোনার তৎকালীন ক্রীড়া পরিচালক কার্লেস রেক্সাচ মেসির চিকিৎসার সব ব্যয়ভার গ্রহণ করেন। সুস্থ হয়ে তিনি ১৯৯৫ সালে রোজারিওভিত্তিক ক্লাব নিওয়েলস ওল্ড বয়েজে যোগ দেন।
লিওনেল মেসি রেকর্ড পাঁচবার ব্যালন ডি’অর ও পাঁচবার ইউরোপীয় গোল্ডেন শু জিতেছেন। তিনি বার্সেলোনায় মোট ৩২টি শিরোপা জিতেছেন। গোলদাতা হিসেবে মেসি অনেক রেকর্ড সৃষ্টি করেছেন। তিনি একজন সৃষ্টিশীল প্লেমেকার হিসেবেও সেরা। ৬০০-এর বেশি গোল করে মেসি আর্জেন্টিনার ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। লিওনেল মেসি ২০১১ সালের আগস্টে আর্জেন্টিনা দলের অধিনায়কের দায়িত্ব পান। অধিনায়ক হিসেবে তিনি আর্জেন্টিনাকে টানা তিনটি টুর্নামেন্টের ফাইনালে তোলেন: ২০১৪ ফিফা বিশ্বকাপ, ২০১৫ কোপা আমেরিকা এবং ২০১৬ কোপা আমেরিকা। তিনি ২০১৪ ফিফা বিশ্বকাপে গোল্ডেন বল অর্জন করেন। মেসি স্পেনের লা লিগায় ফুটবল ক্লাব বার্সেলোনা এবং আর্জেন্টিনার জাতীয় ফুটবল দলের খেলোয়াড়। তিনি বর্তমানে আর্জেন্টিনা জাতীয় দল এবং বার্সেলোনার অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। অনেক ধারাভাষ্যকার, ফুটবল বিশেষজ্ঞ, কোচ এবং খেলোয়াড় মেসিকে বর্তমান সময়ের সেরা ও সর্বকালের অন্যতম সেরা ফুটবলার হিসেবে গণ্য করে থাকেন।
আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনাবলি
# ১৯৪২ স্থপতি বশিরুল হক জন্মগ্রহণ করেন
# ১৯৫০ কবি, প্রাবন্ধিক, গল্পকার, গীতিকার ও মুক্তিযোদ্ধা আবিদ আনোয়ার জন্মগ্রহণ করেন
# ১৯৫৩ ভৌত রসায়নবিজ্ঞানী, নোবেল পুরস্কার বিজয়ী উইলিয়াম এসকো মোয়ের্নার জন্মগ্রহণ করেন
# ১৯৬১ স্কটিশ অভিনেতা ইয়ান গ্লেন জন্মগ্রহণ করেন
# ১৯৮৪ জার্মান হুইলচেয়ার বাস্কেটবল খেলোয়াড় জোয়ানা ওয়েলিন জন্মগ্রহণ করেন