প্রতিনিধি, নীলফামারী: নীলফামারীতে সমন্বিত বন্যা সহনশীল কর্মসূচিবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় ডায়াবেটিক হাসপাতালের সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নীলফামারী ইউনিটের সভাপতি মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাহারুল ইসলাম।
রেড ক্রিসেন্ট সোসাইটি নীলফামারী ইউনিটের যুব প্রধান শাকিল হাসান চৌধুরীর সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রুহুল আমীন, ডিমলা উপজেলা পরিষদের চেয়ারম্যান তবিবুল ইসলাম, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এসএ হায়াত, রেড ক্রিসেন্ট নীলফামারী ইউনিটের সাধারণ সম্পাদক হাসিনা আহমেদ প্রমুখ।