গজারিয়াকে বাল্যবিয়েমুক্ত উপজেলা ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলাকে বাল্যবিয়েমুক্ত ঘোষণা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এক অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অবিভাবকদের উপস্থিতিতে শপথ পাঠ করিয়ে গজারিয়াকে বাল্যবিয়েমুক্ত ঘোষণা দেন। গজারিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৪ সালে লন্ডন গার্লস সামিটে ঘোষণা দিয়েছিলেন, ২০২১ সালের মধ্যে ১৫ বছর বয়সের নিচে বাল্যবিয়ে শূন্যে ও ২০৪১ সালের মধ্যে বাল্যবিয়ে পুরোপুরি বন্ধ করা হবে। সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।’

প্রতিমন্ত্রী অনুষ্ঠানে উপস্থিত মেয়ে শিক্ষার্থীদের মধ্যে স্যানিটারি প্যাড বিতরণ করেন ও পর্যায়ক্রমে সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিনামূল্যে স্যানিটারি প্যাড বিতরণের কর্মসূচির ঘোষণা দেন। একই অনুষ্ঠানে গজারিয়ার কৃতী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা বৃত্তি প্রদান করেন তিনি।

গজারিয়া উপজেলা প্রশাসন আয়োজিত বাল্যবিয়েমুক্ত ঘোষণা অনুষ্ঠানে গজারিয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান সাদীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব কামরুন নাহার প্রমুখ।

 

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১