সপ্তাহব্যাপী অমর একুশে গ্রন্থমেলা

প্রতিনিধি, নাটোর: শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নাটোরে আগামী ২০ ফেব্রুয়ারি থেকে সপ্তাহব্যাপী গ্রন্থমেলা আয়োজন করা হবে। গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

জেলা প্রশাসক মো. শাহরিয়াজ সভাপ্রধানের দায়িত্ব পালন করেন। সভার সিদ্ধান্ত অনুযায়ী, শহরের কানাইখালী পুরোনো স্টেডিয়াম মাঠে গ্রন্থমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। মেলা চত্বরে প্রতিদিন সন্ধ্যায় বিষয়ভিত্তিক আলোচনা এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক পরিবেশন করা হবে। বাংলাদেশ শিশু একাডেমির আয়োজনে মেলার মঞ্চে ২১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে শিশুদের জন্য চিত্রাংকন, সুন্দর হাতের লেখা ও দেশগান প্রতিযোগিতা। ভ্রাম্যমাণ ট্রাকে একুশের গান, চলচ্চিত্র ও পথনাটক পরিবেশন করা হবে।

 

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১