শেয়ার বেচাকেনার ঘোষণা দিয়েছেন দুই কোম্পানির পরিচালক

নিজস্ব প্রতিবেদক: শেয়ার বেচাকেনার ঘোষণা দিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির পরিচালক। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

স্টান্ডার্ড ব্যাংক লিমিটেড: ব্যাংক খাতের কোম্পানি স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের উদ্যোক্তা হারুন-অর-রশিদ কোম্পানিটির ধারণ করা মোট তিন কোটি পাঁচ লাখ ১২ হাজার ৪৫১ শেয়ার থেকে ১০ লাখ শেয়ার বিক্রি করবেন। আগামী ২৯ অক্টোবরের মধ্যে বর্তমান বাজারদরে পাবলিক মার্কেটে উল্লিখিত পরিমাণ শেয়ার বিক্রি করবেন।

কোম্পানিটি ২০০৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ‘এ’ ক্যাটেগরিতে অবস্থান করছে। এক হাজার ৫০০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন এক হাজার পাঁচ কোটি ৯৯ লাখ টাকা। ডিএসইর সর্বশেষ তথ্যমতে, কোম্পানির মোট ১০০ কোটি ৫৯ লাখ ৯০ হাজার ৭৮৮টি শেয়ার রয়েছে। কোম্পানির মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে ৩৯ দশমিক ৬৩ শতাংশ, প্রাতিষ্ঠানিক ২১ দশমিক ৭৩ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে শূন্য দশমিক ৬৭ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীর কাছে রয়েছে বাকি ৩৭ দশমিক ৯৭ শতাংশ শেয়ার।

মেট্রো স্পিনিং লিমিটেড: বস্ত্র খাতের কোম্পানি মেট্রো স্পিনিং লিমিটেডের পরিচালক লাইলা আলী এবং উদ্যোক্তা পরিচালক মোহাম্মদ আলী খোকন কোম্পানিটির যথাক্রমে ১২ লাখ ৩৪ হাজার এবং ১১ লাখ ৬৬ হাজার শেয়ার কিনবেন। আগামী ২৯ অক্টোবরের মধ্যে বর্তমান বাজারদরে ব্লক মার্কেট থেকে উল্লিখিত পরিমাণ শেয়ার কিনবেন।

কোম্পানিটি ২০০২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ‘বি’ ক্যাটেগরিতে অবস্থান করছে। ১০০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ৬১ কোটি ৬৯ লাখ ৮০ হাজার টাকা। ডিএসইর সর্বশেষ তথ্যমতে, কোম্পানির মোট ছয় কোটি ১৬ লাখ ৯৮ হাজার ২৭৫টি শেয়ার রয়েছে। কোম্পানির মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে ২৬ দশমিক ২০ শতাংশ, প্রাতিষ্ঠানিক ১১ দশমিক ১২ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীর কাছে রয়েছে বাকি ৬২ দশমিক ৬৮ শতাংশ শেয়ার।

 

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০