নিজস্ব প্রতিবেদক: ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সহযোগী কোম্পানি ‘ইউনাইটেড এনার্জি লিমিটেড’ অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণা করেছে। সূত্র: ডিএসই।
তথ্যমতে, ইউনাইটেড পাওয়ারের ৯৯ শতাংশ শেয়ারের মালিকানাধীন কোম্পানি ইউনাইটেড এনার্জি লিমিটেড। আর গত ২৫ জানুয়ারি ইউনাইটেড এনার্জির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত অর্ধবার্ষিক শেষে ৬০০ কোটি টাকা নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ইউনাইটেড পাওয়ার পাবে ৫৯৪ কোটি টাকা।