মাকসন্স স্পিনিংয়ের ইপিএস বেড়েছে

নিজস্ব প্রতিবেদক:পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ম্যাকসন্স স্পিনিং লিমিটেড চলতি অর্থবছরের ছয় মাসের (জুলাই’২০-ডিসেম্বর’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গতকাল অনুষ্ঠিত কোম্পানির বোর্ড সভায় উক্ত সময়ের ফলাফল প্রকাশ করা হয়েছে।

অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর’২০-ডিসেম্বর’২০) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪০ পয়সা, যা গত অর্থবছরের একই সময়ে ছিল শূন্য চার পয়সা। আর সমন্বিতভাবে দুই প্রান্তিক (জুলাই’২০-ডিসেম্বর’২০) মিলিয়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৫১ পয়সা, যা গত অর্থবছরের একই সময়ে ছিল শূন্য দুই পয়সা।

অন্যদিকে দ্বিতীয় প্রান্তিকের সমন্বয়ে (জুলাই’২০-ডিসেম্বর’২০) কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ প্রবাহের (এনওসিএফপিএস) পরিমাণ দাঁড়িয়েছে এক টাকা ২৮ পয়সা, যা গত অর্থবছর একই সময়ে ছিল এক টাকা ৪৭ পয়সা। এ প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৮ দশমিক ৭২ পয়সা, যা গত বছরের ৩০ জুন ছিল ১৮ দশমিক ২০ পয়সা। বিজ্ঞপ্তি

 

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১