বাংলাদেশ-ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক চলছে

শেয়ার বিজ ডেস্ক: বাংলাদেশ-ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক চলছে। আজ সোমবার সকাল সাড়ে ৯টায় রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় বৈঠক শুরু হয়। এতে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্র সচিব মো. শহিদুল হক ও ভারতের পক্ষে দেশটির পররাষ্ট্র সচিব বিজয় কেশব গোখলে। বৈঠকে দ্বিপক্ষীয় ও আঞ্চলিক ইস্যুতে আলোচনা হওয়ার কথা রয়েছে। আলোচনা হতে পারে তিস্তা ও রোহিঙ্গা ইস্যুতেও।

বৈঠক শেষে দু’দেশের রাষ্ট্রীয় গণমাধ্যম নিয়ে একটি সমাঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। এরপর যৌথ বিবৃতি দেবেন দুই পররাষ্ট্র সচিব। পরে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে এক অনুষ্ঠানে যোগ দেবেন বিজয় কেশব গোখলে। সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন ভারতের পররাষ্ট্র সচিব।

 

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১