রাজীবের পরিবারকে জেলা প্রশাসনের অনুদান

 

শেয়ার বিজ প্রতিনিধি, পটুয়াখালী: রাজধানীতে দুই বাসের চাপায় নিহত তিতুমীর কলেজের ছাত্র রাজীবের পরিবারকে জেলা প্রশাসন ৪৫ হাজার টাকা অনুদান প্রদান করেছে। জেলা প্রশাসক ড. মাছুমুর রহমান গতকাল বৃহস্পতিবার জেলা প্রশাসকের দরবার হলে রাজীবের পরিবারের হাতে এ অনুদান তুলে দেন। রাজিবের ছোট ভাই হাফেজ মো. মেহেদী হাসান ও হাফেজ মো. আবদুল্লাহ্ অনুদানের অর্থ গ্রহণ করেন।
এর আগে রাজিবের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হেমায়েত উদ্দিনের সভাপতিত্বে এ সময় পটুয়াখালী প্রেস ক্লাবের সভাপতি স্বপন ব্যানার্জী, রাজিবের মামা জাহিদুল ইসলাম, বড় খালা জাহানারা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।

 

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১