শেয়ার বিজ প্রতিনিধি, ফুলবাড়ী: দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনির শ্রমিক ধর্মঘটের সাত দিন পেরিয়ে গেলেও এখনও অচলাবস্থা কাটেনি। শ্রমিকদের আন্দোলনের মুখে অচল হয়ে পড়েছে খনির উৎপাদনসহ স্বাভাবিক কর্মকাণ্ড। হামলা ও মামলা প্রত্যাহারের দাবিতে আন্দোলন করছেন শ্রমিকরা। গতকাল শনিবার খনির প্রধান ফটকের সামনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে শ্রমিকদের ঘোষিত ১৩ দফা দাবির পাশাপাশি গত ১৫ তারিখের ঘটনায় আন্দোলনকারী শ্রমিক নেতাদের নামে দায়ের করা মামলা প্রত্যাহরের দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বড়পুকুরিয়া খনিশ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি রবিউল ইসলাম রবী, সাধারণ সম্পাদক আবু সুফিয়ান, সাবেক সভাপতি ওয়াজেদ আরী, ক্ষতিগ্রস্ত গ্রামবাসীদের পক্ষে বক্তব্য রাখেন মিজানুর রহমান মিজান ও মশিউর রহমান বুলবুল।
খনিশ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি রবিউল ইসলাম বলেন, চুক্তি অনুযায়ী রেশন, সাপ্তাহিক ছুটি ও বোনাস দেওয়ার কথা থাকলেও ৯ মাস থেকে শ্রমিকরা তাদের পাওনা ছুটি, রেশন ও বোনাস পাচ্ছেন না। তাই বাধ্য হয়ে আন্দোলনে নামতে হয়েছে।