নিজস্ব প্রতিবেদক: আগামী ২০১৮-১৯ অর্থবছরে তিন লাখ ৩৯ হাজার ২৮০ কোটি টাকার রাজস্ব লক্ষ্যমাত্রা প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) লক্ষ্য দুই লাখ ৯৬ হাজার ২০১ কোটি টাকা। এনবিআরবহির্ভূত রাজস্ব প্রাক্কলন করা হয়েছে ৪৩ হাজার ৭৯ কোটি টাকা। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০১৮-১৯ অর্থবছরের বাজেটে এ প্রস্তাব করেন। এটি বাংলাদেশের ৪৮তম, আওয়ামী লীগ সরকারের ১৯তম ও অর্থমন্ত্রীর ১২তম বাজেট।
প্রাক্কলিত রাজস্বের মধ্যে এনবিআরের মাধ্যমে সংগ্রহ করা হবে মোট বাজেট ব্যয়ের ৬৩ দশমিক সাত শতাংশ। এ লক্ষ্য দেশের মোট জিডিপির জিডিপির ১১ দশমিক সাত শতাংশ। চলতি অর্থবছরের সংশোধিত লক্ষ্যের তুলনায় প্রায় ৭১ হাজার ২০১ কোটি টাকা বেশি রাজস্ব আহরণ করতে হবে এনবিআরকে।
অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতায় বলেন, রাজস্ব আদায়ের এ লক্ষ্যমাত্রা বাস্তবসম্মত, কারণ ইতোমধ্যে এনবিআরের জনবল ও কর্মপদ্ধতিতে ব্যাপক সংস্কার সাধন করা হয়েছে। অর্থনৈতিক কর্মকাণ্ড স্বাভাবিক অবস্থানে রয়েছে। কর পরিপালনের প্রবণতা দেশে বর্তমানে বেশ উচ্চমানের এবং এ প্রবণতা অব্যাহত রাখার বিষয়টি নিশ্চিত করার মাধ্যমে এ লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে। চলতি অর্থবছর গড় রাজস্ব প্রবৃদ্ধি অর্জিত হয়েছে ১৭ শতাংশ, যা গত চার দশকের মধ্যে সর্বোচ্চ। বর্তমানে প্রায় ৩৫ লাখ নিবন্ধিত করদাতা রয়েছে। আগামী পাঁচ বছরের মধ্যে এ সংখ্যা এক কোটি এবং রিটার্ন দাখিলের ক্ষেত্রে ৮০ লাখে উন্নীত করা হবে।
দুই লাখ ৯৬ হাজার ২০১ কোটি টাকার লক্ষ্যের মধ্যে মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট খাতে সর্বোচ্চ রাজস্ব আহরণের লক্ষ্য নেওয়া হয়েছে। এ খাতে লক্ষ্য ধরা হয়েছে এক লাখ ১০ হাজার ৫৪৩ কোটি টাকা, যা এনবিআরের মোট লক্ষ্যের ৩৭ শতাংশ। আয়কর খাতে লক্ষ্য এক লাখ দুই হাজার ২০১ কোটি টাকা বা ৩৪ শতাংশ এবং শুল্ক খাতে ৮৩ হাজার ৪৫৭ কোটি টাকা, যা এনবিআরের লক্ষ্যের ২৮ দশমিক সাত শতাংশ।
চলতি ২০১৭-১৮ অর্থবছর এনবিআরের মাধ্যমে দুই লাখ ৪৮ হাজার ১৯০ কোটি টাকা রাজস্ব লক্ষ্য নির্ধারণ করা হয়। পরে সংশোধন করে দুই লাখ ২৫ হাজার কোটি টাকায় নামিয়ে আনা হয়। এনবিআরবহির্ভূত উৎস থেকে রাজস্ব লক্ষ্য ছিল ৪০ হাজার কোটি টাকার মতো।
এদিকে এনবিআরের মাধ্যমে রাজস্ব আহরণের যে লক্ষ্য ধরা হয়েছে, তা অবাস্তব বলে মন্তব্য করেছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. এবি মির্জ্জা আজিজুল ইসলাম। তিনি শেয়ার বিজকে বলেন, এনবিআরের মাধ্যমে যে রাজস্ব আহরণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে তা অর্জনযোগ্য নয়।